Admission criteria for primary school - প্রাথমিক স্কুলে ছাত্র ভর্তি

শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে ৬ থেকে ১৪ বছর পর্যন্ত সমস্ত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে।

Admission criteria for primary school


সরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৩

আপনি কি আপনাদের শিশুদের সরকারি স্কুলে পড়াতে চান। রাজ্যের সরকারি স্কুলগুলিতে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয় ৬ থেকে ১৪ বছরের শিশুদের। এবছর এই স্কুলগুলিতে ভর্তির নিয়মের বদল এনেছে। বিগত বছরগুলিতে এই স্কুলে ভর্তি হবার জন্য পরীক্ষা দিতে হতো। এখন ২০২৩ এর নির্দেশিকা অনুযায়ী এই স্কুল গুলিতে ভর্তির জন্য পরীক্ষা দিতে হবে না।যদি একই শ্রেণীতে আবেদনকারীর সংখ্যা বেশি হয়ে যায়। সেই সকল আবেদনকারীদের লটারির মাধ্যমে ভর্তি করা হবে।

সরকারি স্কুলে ভর্তি ফি কত
পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান তরফ থেকে জানানো হয়েছে যে এই সরকারি স্কুল গুলিতে আবেদন ফিস -300 এবং - SC/ST/ PH দের জন্য 150 টাকা।
FAQ

কত বছর বয়সে প্রথম শ্রেণিতে ভর্তি হতে হয়?
প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ছয় বছর হতে হবে। ছয় বছরের কম হলে কোনো শিশুর বাবা-মা ভর্তির জন্য আবেদন করতে পারবে না।

প্রাথমিক স্কুলে শিক্ষার মূল লক্ষ্য কি
প্রাথমিক স্কুলে শিক্ষার মূল লক্ষ্য হল শিশুদের সম্পূর্ণ বিকাশ ও উন্নয়ন। এই স্তরে শিক্ষার্থীদের মানসিক, শারীরিক এবং মনোবুদ্ধি, বিজ্ঞান, গণিত, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদির প্রতিষ্ঠা করা হয়।